ইখবার টোয়েন্টিফোর ডটকম | নিজস্ব প্রতিনিধি জামালপুর বকুলতলাস্থ হইচই রেষ্টুরেন্টে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে। গতকাল ১০ মে (শুক্রবার) বিকেল ৪টা হতে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাওলানা কাজী মাজহারুল আনোয়ার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী যুব আন্দোলন জামালপুর জেলা সভাপতি মুফতি সালেহ আহমাদ, ইসলামী শ্রমিক আন্দোলন জামালপুর জেলা সভাপতি হাফেজ লিয়াকত হুসাইন। এছাড়াও বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন জামালপুর জেলার সাবেক সেক্রেটারি মাও. আনোয়ার হুসাইন, ইশা ছাত্র আন্দোলন জামালপুর জেলার সাবেক সভাপতি মাও. হারুনুর রশীদ ও মাও. হাফিজুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মুজাহিদ কমিটির সেক্রেটারি জনাব তোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক মাও. সাইফুল্লাহ্, ইশা ছাত্র আন্দোলন জামালপুর জেলার সহ-সভাপতি রাকিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল মাসউদ প্রমুখ। অনুষ্ঠানে ২০১৯ শিক্ষাবর্ষের এসএসসি ও দাখিল পরিক্ষায় উত্তীর্ণ ছাত্রদের সংবর্ধনা প্রদান করা হয়।
|
|