ইখবার টোয়েন্টিফোর ডটকম | ডেস্ক রিপোর্ট
গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় রান্না করার সময় সিলিন্ডার থেকে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের শাহ আলম (৩৮) তার স্ত্রী মনিরা (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪) নামে চারজনের মৃত্যু হয়েছে।
গতকাল ২২ মে (বুধবার) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ জাকির হোসেন জানান, রাতে গ্যাসের চুলায় রান্না করছিল শাহ আলমের স্ত্রী মনিরা। এক পর্যায়ে সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় শাহ আলম, তার স্ত্রী মনিরা, ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।