ইখবার টোয়েন্টিফোর ডটকম | হোসাইন আহমেদ
চট্টগ্রাম হালিশহর চুনা ফ্যাক্টরী মোড়ে সড়ক দুর্ঘটনায় ফারজিনা আক্তার (২০) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।
জানা যায় নগরীর উত্তর কাট্টলী আলহাজ্ব মোস্তফা-হাকিম বিশ্ববিদ্যালয় কলেজে অর্থনীতি (সম্মান) বিভাগের ২য় বর্ষে অধ্যয়নরত ছাত্রী রামপুর ওয়ার্ড বড়পুকুর পাড় সংলগ্ন চৌধুরী বাড়ির মরহুম বদিউল আলমের ছোট মেয়ে সে।
গতকাল (বৃহস্পতিবার) নগরীর রামপুরার বাসা থেকে হালিশহরের ফইল্ল্যাতলি বাজারে কোচিং ক্লাশে যান ফারজিনা। ফেরার পথে হালিশহর চুনা ফ্যাক্টরী মোড়ে আসতেই তাকে বহন করা টেম্পুটি প্রচন্ড জোরে ব্রেক কষে। এতে টেম্পুর রডের সাথে মাথায় আঘাত পান ফারিজনা। সেখানেই অচেতন হয়ে পড়েন সে।। প্রথমে আগ্রাবাদের চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও পরে জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারে আইসিইউতে ভর্তি করা হলে সেখানেই তাকে মৃত ঘোষণা করা হয়।