ইখবার টোয়েন্টিফোর ডটকম | ডেস্ক রিপোর্টএবার সড়কে যানজটের সম্ভাবনা নেই। প্রতিটি এলাকায় পর্যাপ্ত র্যাব,পুলিশ ও ম্যাজিস্ট্রেট নিয়োজিত রয়েছেবাংলাদেশের ইতিহাসে এত ভালো রাস্তা কখন ছিল না বলে মন্তব্য করেছেন সড়কমন্ত্রী ওবায়দুল কাদের।শুক্রবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় রাজধানীর গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে মন্ত্রী এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, ‘এ পর্যন্ত কোনও ধরনের অভিযোগ আসেনি। কোথাও কোনও অভিযোগ আসলে আমরা ব্যবস্থা নেবো। আপনারাও আমাদের জানাতে পারেন।’এসময় ফেরি পারাপারে যাতে কোনও সমস্যা না হয়, সেজন্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর সঙ্গেও কথা বলেছেন বলেও জানান ওবায়দুল কাদের।
|
|
|