ইখবার টোয়েন্টিফোর ডটকম | এম হোসাইন
অধ্যাপক ড. শিরীন আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) উপাচার্য হিসাবে নিয়োগ পেয়েছেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরবর্তী উপাচার্য নিয়োগ না হওয়া পর্যন্ত অধ্যাপক ড. শিরীণ আখতার ভারপ্রাপ্ত উপাচার্য হিসাবে নিয়মিত রুটিন দায়িত্ব পালন করবেন বলে জানা যায়।
বৃহস্পতিবার (১৩ জুন) বিকেল থেকেই তিনি এ দায়িত্ব পালন করবেন। বৃহস্পতিবার ১৩ জুন বিকালে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের উপ-সচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক আদেশে এ তথ্য জানানো হয়।
প্রসঙ্গত, ২০১৬ সালের ২৮ মার্চ রাষ্ট্রপতি ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর আবদুল হামিদ ১৯৭৩-এর ১৪(১) ধারা অনুযায়ী কক্সবাজারের কৃতিসন্তান অধ্যাপক ড. শিরীণ আখতারকে উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেন। তিনি তখন থেকেই সফলতার সাথে এ দায়িত্ব পালন করে আসছেন।
অধ্যাপক ড. শিরীণ আখতার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম কোনো নারী উপ-উপাচার্য হলেন।