তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান বলেছেন,
আমরা চাই ফিলিস্তিন আবারও স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।
শনিবার (১৫ জুন) তাজিকিস্তানের রাজধানী দুশানবে অনুষ্ঠিত এশিয়ার রাষ্ট্রপ্রধানদের ৫ম শীর্ষ সম্মেলনে এরদোগান এসব কথা বলেন।
তিনি বলেন, দীর্ঘদিন যাবত ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল ফিলিস্তিনে অবৈধ দখল ও নির্যাতন চালাচ্ছে। ১৯৬৭ সাল থেকে তা এখনও অব্যাহত। আমরা চাই ফিলিস্তিন আবারও স্বাধীন রাষ্ট্র হিসেবে মাথা উঁচু করে দাঁড়াবে।
তুরস্ক জেরুসালেম সমস্যার সমাধান চায়। ফিলিস্তিন বিষয়ে তুরস্ক সক্রিয় ভূমিকা পালন করছে। ফিলিস্তিনে ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইলের আগ্রাসনের বিরুদ্ধে স্বাধীন ফিলিস্তিন গড়ার লক্ষ্যে তুরস্ক সদা দৃঢ় প্রত্যয়ী।
এরদোগান আরো বলেন, জেরুসালেমের একটি ইতিহাস, ঐতিহ্য ও ধর্মীয় দৃষ্টিকোণ রয়েছে। বিশ্বনেতাদের সেদিকে নজর দিতে হবে।