ইখবার টোয়েন্টিফোর ডটকম | ডেস্ক রিপোর্ট
বরগুনার রিফাত হত্যার ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। শিগগিরই মূল আসামিসহ সবাইকে ধরা হবে।অপরাধী যেই থাকুক তাদের ছাড় দেওয়া হবে না বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এ তথ্য জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তাদের কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ও দেওয়া হয় না। সরকারের কাছে অপরাধী মানে অপরাধী। সে রাজনৈতিক নেতা কিনা সেটা বিবেচ্য নয়, প্রাধান্য নয়।
বিবেচ্য হচ্ছে তার অপরাধ। সরকারি কর্মকর্তাদের কারো গাফলতি থাকলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।