ইখবার টোয়েন্টিফোর ডটকম | ডেস্ক রিপোর্ট
মাগুরা উপজেলার বাগবাড়ীয়া হাফেজিয়া মাদ্রাসার হিফ্জ বিভাগের ছাত্র মোঃ হাবিবুল্লাহ(১৫)কে দুর্বৃত্তরা গলা কেটে হত্যা করার চেষ্টা করেছে।
গতকাল বৃহস্পতিবার রাত ৩ টার দিকে দারুল কুরান হাফিজিয়া মাদরাসা মসজিদে এ ঘটনা ঘটে।
হাসপাতালে ভর্তি হাবিবুল্লাহ জানায়, গতকাল বৃহস্পতিবার রাত ১২টা পর্যন্ত পড়ালেখা শেষে সহপাঠীরা মাদরাসা সংলগ্ন মসজিদের বারান্দায় ঘুমাতে যাই। রাত সাড়ে তিনটার দিকে ঘুমন্ত অবস্থায় হঠাৎ অজ্ঞাত দুর্বৃত্তরা আমার গলাই ধারলো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার চেষ্টা করে। এ সময় চিৎকার দিলে হামলাকারীরা মাথার পেছনে আরও একটি কোপ দিয়ে পালিয়ে যায়। পরে মাদরাসার ছাত্র ও শিক্ষকরা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করে।