ইখবার টোয়েন্টিফোর ডটকম | ডেস্ক রিপোর্ট
মাদারীপুর সদর উপজেলার পূর্ব খাগদী এলাকার একটি পুকুর থেকে অজ্ঞাত এক কিশোরীর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। মাদারীপুর সদর থানার (এসআই) সোহেল রানা বিষয়টি নিশ্চিত করেছেন।
শনিবার (১৩ জুলাই) বিকালে এই লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, পূর্ব খাগদীর একটি পরিত্যক্ত পুকুরে লাশটি ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।