ইখবার টোয়েন্টিফোর ডটকম | ডেস্ক রিপোর্ট
গ্যাসের পাইপলাইন স্থানান্তর কাজের জন্য আগামীকাল মিরপুর ১০ নম্বর থেকে ইসিবি চত্বর পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত ১১ ঘণ্টা পর্যন্ত এ গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে দুঃখপ্রকাশ করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড
বিজ্ঞপ্তিতে বলা হয়, ইসিবি চত্বর থেকে মিরপুর পর্যন্ত সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন এবং কালশি মোড় ফ্লাইওভার নির্মাণ প্রকল্পের অ্যালাইনমেন্টের মধ্যে বিদ্যমান গ্যাস পাইপলাইন স্থানান্তরের নিমিত্তে ‘টাই-ইন’ কাজের জন্য বুধবার সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত (১১ ঘণ্টা) মিরপুর-১০, ১১, ১২, ১৩, ১৫ এবং কালশি রোডের উভয় পাশসহ তৎসংলগ্ন এলাকায় আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজি গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।