ইখবার ডেস্ক : বগুড়ার শেরপুর উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ঘে রাব্বী (১৫) এক স্কুলছাত্র নিহত হয়েছে।
নিহত রাব্বী শেরপুরের সাধুবাড়ি গ্রামের সায়দুল হকের ছেলে এবং সাধুবাড়ি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
গতকাল রাতে বগুড়া-ঢাকা মহাসড়কে শেরপুর ধরমোকাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, দুই বন্ধু রাব্বী এবং জিনাম শেরপুর উপজেলার খানপুর এলাকায় বিয়েবাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিল। পথিমধ্যে ধরমোকাম নামকস্থানে বিপরীতমুখী চালবোঝাই ট্রাকের (ঢাকা মেট্রো ট-১৬-২৯৭১) সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রাব্বী মারা যায়। এ সময় আহত জিনামকে এলাকাবাসী আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে বগুড়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে।