ইখবার ডেস্ক : নওগাঁর ধামইরহাট উপজেলার রামরামপুর তেলিপাড়া গ্রামে নেশাগ্রস্ত স্বামীর হাঁসুয়ার কোপে সাবিনা (৩০) নামে এক গৃহবধূ খুন হয়েছে। ঘটনার পর থেকে নিহতের স্বামী নূর মোহাম্মদ (৩৮) পলাতক রয়েছেন।
সোমবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
পুুলিশ জানায়, রাতে নেশাগ্রস্ত অবস্থায় নূর মোহাম্মদ বাড়ি ফিরে। এ নিয়ে এক পর্যায়ে ঝগড়ায় জড়িয়ে স্ত্রী সাবিনাকে মারপিট শুরু করে। মারপিটের সময় ধারালো হাসুয়া দিয়ে স্ত্রীর পিঠে কোপ দেয় নূর মোহাম্মদ। এতে ধারালো হাঁসুয়ার কোপে ঘটনাস্থলেই মারা যান গৃহবধূ সাবিনা।