আন্তর্জাতিক ডেস্ক : জেরুজালেমের আশেপাশে অবস্থিত ফিলিস্তিনের নাগরিকদের ঘরবাড়ি ভেঙে ফিলিস্তিনিদের উচ্ছেদ অভিযান পরিচালনা করছে ইসরায়েল।
জানা যায়, গত ২২ জুলাই থেকে জেরুজালেমের আশেপাশে নির্মিত ফিলিস্তিনিদের ঘরবাড়ি ভেঙে তাদের উচ্ছেদ করছে ইসরায়েল।’জিনহুয়া’
সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ এর দেওয়া তথ্য অনুযায়ী, পূর্ব জেরুজালেমের নিকটে অবস্থিত শুর-বাহার এলাকায় উচ্ছেদ অভিযান চালাচ্ছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী। সোমবার ( ২২ জুলাই) রাত থেকে পরিচালিত এই অভিযানে প্রায় কয়েক ডজন বাড়ি ধ্বংস করা হয়েছে।