ডেস্ক রিপোর্ট : জামালপুরের সরিষাবাড়ি উপজেলায় নানির বাড়িতে বন্যা দেখতে গিয়ে একই পরিবারের ৫ বোনের মৃত্যু হয়েছে।
নিহতরা হলো, সুবর্ণা (১৬), ঝুমা (১০), অন্তরা (১৪), জান্নাতুল (৮) ও অতশী (৬)। এদের মধ্যে সুবর্ণা ও ঝুমা কালিকাপুর গ্রামের মো. খবিরুলের মেয়ে। বাকিরা রুমা ও ঝুমার খালাতো বোন।
আজ বৃহস্পতিবার নৌকাডুবিতে এই ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মহব্বত কবির জানান, নিহতরা বন্যার পানি দেখতে নানির বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ সকালে ১০-১২জন শিশু ও কিশোর-কিশোরী ছোট নৌকায় করে নিখাই বিলে যায়। একপর্যায়ে নৌকা ডুবে পাঁচজন নিহত হয়।