আন্তর্জাতিক ডেস্ক: হিন্দু রাষ্ট্র মানে এই নয় যে সেখানে মুসলিমদের কোনও জায়গা নেই। যে দিন আমরা এ কথা বলব সে দিন আর হিন্দুত্ব থাকবে না। কারণ হিন্দুত্ব মানে ভারতীয়ত্ব। অর্থাৎ সবাইকে সঙ্গে নিয়ে চলা। তাঁর কথায়, “যেদিন বলা হবে যে এখানে মুসলিম দরকারনেই, সেদিন হিন্দুত্ব আরথাকবে না বলে মন্তব্য করেন মোহন ভাগবত।
নয়াদিল্লির বিজ্ঞান মঞ্চে তিন দিন ধরে একটি সম্মেলনের আয়োজন করেছে আরএসএস। যে সম্মেলনে আলোচনার মুখ্য বিষয় হল, ‘ভবিষ্যতের ভারত’। সম্মেলনের দ্বিতীয় দিনে ওই মঞ্চ থেকেই গোটা দেশের সামনে ‘হিন্দুত্বের’ ব্যাখ্যা রাখতে চেয়েছেন মোহন ভাগবত।
সঙ্ঘ প্রধান এ দিন বলেন, “আরএসএস বিশ্বজনীন সৌভ্রাতৃত্বের দর্শনে বিশ্বাস করে। যে দর্শনের মূল কথাই হল, বৈচিত্রের মধ্যে ঐক্য। এবং এই ধারনা ভারতীয় সভ্যতা থেকেই উঠে এসেছে। যাকে আমরা হিন্দুত্ব বলি।” তাঁর কথায়, সংবিধান রচনার সময় বাবাসাহেব ভীমরাও আম্বেদকরও বিশ্বজনীন সৌভ্রাতৃত্বের দশর্নের কথাই বলেছিলেন।