ডেস্ক রিপোর্ট : রেনুকে নির্মমভাবে যারা হত্যা করেছে, তাদের দ্রুতবিচার আইনের আওতায় আনার দাবি জানিয়ে গতকাল শুক্রবার মানববন্ধন করেন নিহতের স্বজনরা।
গতকাল শুক্রবার জুমার নামাজের পর মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে ছিল রেনুর ছোট্ট মেয়ে তুবাও।
ছোট্ট তুবার মুখে কেবল একটাই আবদার-‘আমার মাকে এনে দাও’; কিন্তু কেউ কি পারবে তার এ দাবি পূরণ করতে? তাই নিশ্চুপ হয়ে যান উপস্থিত সবাই। অনেকেই তখন তুবাকে কোলে তুলে ভালোবাসা বিলান। তবে পৃথিবীর কোনো সান্তনাই যেন শান্ত করতে পারছে না তাকে।
মানববন্ধনে বলা হয়, রেনু হত্যায় জড়িত সবার সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে হবে। কেউ যেন আড়ালে থেকে রেহাই না পায়। তাদের উপযুক্ত শাস্তি দিলে ভবিষ্যতে আর কাউকে এমন নির্মমভাবে প্রাণ হারাতে হবে না। রেনুর বড় বোন নাজমুন নাহার নাজমা ও ভাগ্নে সৈয়দ নাছির উদ্দিন টিটু বলেন, এ হত্যা মামলার সুষ্ঠু তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি এখন সময়ের দাবি। আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে বিচার না করলে রেনুর মতো আগামীতে অন্য কেউ এ রকম মর্মান্তিক হত্যার শিকার হতে পারে।