নিজস্ব প্রতিনিধি : ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন বাঁশখালী উপজেলা শাখার উদ্যোগে সংগঠনের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা গতকাল (শনিবার) বিকাল ৩টায় পৌর শহরের জলদী মিয়ারবাজার চৌধুরী নিউ মার্কেটস্থ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়।
ছাত্র আন্দোলনের উপজেলা সভাপতি আব্বাস উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন, বাঁশখালী আসনে ইসলামী আন্দোলন মনোনিত হাতপাখা প্রতীকের প্রার্থী মুহাদ্দিস আল্লামা হাফেজ ফরিদ আহমদ আনসারী। বিশেষ অতিথি ছিলেন, ইসলামী আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি সাংবাদিক শফকত হোসাইন চাটগামী ও চট্টগ্রাম ইসলামিয়া বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক অধ্যাপক নজিরুল হক চৌধুরী।
প্রধান বক্তা ছিলেন, ইশা ছাত্র আন্দোলনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মিশকাতুল ইসলাম। বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলনের বাঁশখালী উপজেলা সভাপতি মাওলানা আতাউল্লাহ ইসলামাবাদী, ইসলামী আন্দোলনের বাঁশখালী পৌর সভাপতি মাওলানা আবদুস সত্তার ইসলামাবাদী, বাঁশখালী উপজেলা সেক্রেটারী মাওলানা জসিম উদ্দীন মিসবাহ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মাহমুদুল ইসলাম, যুবনেতা এম.ডি মিসবাহ, এসএম ফয়জুল্লাহ, আরশদ ইলিয়াস, জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলনের বাঁশখালী পৌর শাখার সিনিয়র সহ- সভাপতি সভাপতি মাওলানা আবুল কালাম আজাদ, পৌর সেক্রেটারী মোবারক হোসেন আসিফ, চৌধুরী নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মাও. জসিম উদ্দীন, যুবনেতা আমান উল্লাহ হাসান,হিফজুর রহমান প্রমুখ। সম্মেলন শেষে এক বিশাল র্যালী মিয়ারবাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরে শেষ হয়।