ডেস্ক রিপোর্ট : গাজা উপত্যকায় সাপ্তাহিক বিক্ষোভে হামলা চালিয়ে ৭০ জন ফিলিস্তিনিকে আহত করেছে ইসরায়েলের সামরিক বাহিনী।
গত শুক্রবার ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে। ‘আনাদলু এজেন্সি’
ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি সামরিক বাহিনীর হামলায় বিভিন্ন ভাবে ৭০ জন ফিলিস্তিনি নাগরিক আহত হয়েছেন যাদের মধ্যে ৪০ জন গুলিবিদ্ধ হয়েছে।
অবৈধ দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনিদের সাপ্তাহিক বিক্ষোভ অর্থাৎ ‘গ্রেট মার্চে’ প্রায় কয়েকশ ফিলিস্তিনি অংশগ্রহন করেছিল। পতাকা হাতে নিয়ে আল-আকসা মসজিদের জন্য স্লোগান দিলে হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী।