ডেস্ক রিপোর্ট : নবীগঞ্জ এলাকায় ট্রাকচাপায় সাফায়েত (৯) নামের তৃতীয় শ্রেণির ছাত্র নিহত হয়েছে।
শনিবার সকালে বন্দর নবীগঞ্জ এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত সাফায়েত নবীগঞ্জ এলাকার মো. মাসুদের ছেলে৷ সাফায়েত ওই এলাকার কদম রসূল শিশুবাগ কিন্ডার গার্টেনের তৃতীয় শ্রেণির ছাত্র৷
জানা যায়, শনিবার সকালে বন্দর নবীগঞ্জ এলাকায় শিশু সাফায়েত খেলা করছিল এসময় বেপরোয়া গতিতে আসা আকিজ সিমেন্টের একটি ট্রাক চাপা দেয়। পরে স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
এ ব্যাপারে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, আকিজ সিমেন্টের একটি ট্রাকের চাপায় শিশুর মৃত্যু হয়েছে৷ ঘটনার পর চালক ও হেলপার পালিয়েছে। পুলিশ ট্রাকটি আটক করেছে।