ডেস্ক রিপোর্ট :ভারত কোনও হিন্দু জাতির দেশ নয় আর ইনশাআল্লাহ কখনও হবেও না বলে বিজেপি নেতা ও আসাম প্রদেশের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার সম্প্রতি করা এক টুইটের জবাবে অল ইন্ডিয়া মজলিস এ ইত্তেহাদুল মুসলিমিনের সভাপতি ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি একথা বলেন। সূত্র: দ্যা ইনকিলাব হিন্দি নিউজ
ওআইসি তার টুইটে বলেন, ভারতের উচিত সমস্ত হিন্দুদের রক্ষা করা, শুধু হিন্দু নয়, টু নেশন থিওরি অনুযায়ী এ দেশের মানুষ দেশের মালিক। প্রত্যেকটি ভোট সাম্প্রদায়িক ও বর্ণকে সমতা দেয়। এটি কোনও হিন্দু জাতির দেশ নয় এবং ইনশাআল্লাহ কখনও হবে না।
ওআইসি লিখেছেন, আমরা এমন একটি দেশে বাস করি, যে দেশে বহু নিপীড়িত সম্প্রদায়ের বসবাস। হিন্দু বলেন মুসলিম সবাই নিপীড়িত।
মনে রাখবেন ধর্ম কখনই নাগরিকত্বের ভিত্তি হতে পারে না। সংবিধানের খসড়া তৈরি করার সময় আমাদের পূর্বপুরুষরা এটিকে প্রত্যাখ্যান করেছিলেন।
আসাদুদ্দিন ওয়াইসি আসামে জাতীয় নাগরিকত্ব নিবন্ধন নিয়ে প্রশ্ন উত্থাপন করেছিলেন এবং অভিযোগ করে বলেছিলেন, আসামের এনআরসি মুসলিমদের বাদ দেওয়ার জন্য ব্যবহৃত হচ্ছে, তিনি বলেছিলেন, আসামের মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলছেন, হিন্দুদের এ সমস্যা থেকে উদ্ধার করা হবে। মুসলিমরা কী ক্ষতি করা হয়েছে?