ডেস্ক রিপোর্ট : যাইন ইদরিস নামে দশ বছরের এক ফিলিস্তিনি শিশুকে স্কুলব্যাগে পাথর রাখার অপরাধে স্কুল থেকে উঠিয়ে নিয়ে যেতে দেখা যায় কয়েকজন বর্বর ইসরায়েলি সেনাকে। শিক্ষক বাধা দিতে চাইলেও কোনো কর্ণপাতই করেনি সেনারা।
ইসরায়েলি সৈন্যরা প্রতিবছর ৫০০-এর বেশি ফিলিস্তিনি শিশুকে গ্রেফতার করে। যাদের বয়স ১৮ থেকে কম। এমনকি দশ এগারো বছরের বাচ্চাদেরকেও তারা গ্রেফতার করা থেকে বিরত থাকে না।
বিবিসি উর্দু এসব গ্রেফতারের কিছু দৃশ্য একত্র করে একটি ভিডিও প্রতিবেদন করেছে।
ভিডিওটিতে দেখা যায়, কীভাবে পাষণ্ড ইসরায়েলি সেনারা নির্দয়ভাবে নিরাপরাধ ফিলিস্তিনি শিশুদেরকে গ্রেফতার করছে।