ডেস্ক রিপোর্ট : ভারতের হরিয়ানা রাজ্যের সোনেপত জেলার একটি মসজিদের পাশের একটি রুমে এক ইমাম এবং তার স্ত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
রোববার এই মরদেহটি উদ্ধার করা হয়।
জানা যায়, নিহত ইমামের নাম ইরফান (৩৮), তার স্ত্রীর নাম ইয়াসমিন (২৫)। তাদের শরীরের ১৫ থেকে ২০ জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
তারা পানিপত জেলার মোহালি গ্রামের বাসিন্দা। তারা গত বছর দিল্লিতে বিয়ে করেন। নামাজিরা মসজিদে রোববার ফজরের নামাজ আদায় করতে গিয়ে তাদের মরদেহ দেখেন।
এক স্থানীয় বাসিন্দা জানান, ধারালো অস্ত্র দিয়ে এ দম্পতিকে খুন করা হয়েছে। তবে এ গ্রামের কারও সঙ্গে তাদের দ্বন্দ্ব ছিল না। গত শনিবার সন্ধ্যায় গ্রামবাসীদের দুই পক্ষ একটি জমি নিয়ে বিবাদ করছিল। তখন ইমাম তাদেরকে শান্ত হতে বলেন। সে সময় এক পক্ষ তাকে হুমকি দেন। আমাদের ধারণা সেই পক্ষটি তাদেরকে খুন করেছে বলেও উল্লেখ করেন তিনি।