ডেস্ক রিপোর্ট : চুয়াডাঙ্গার জীবননগরে ফেনসিডিলবাহী একটি ট্রাক পুলিশের ধাওয়া খেয়ে দুর্ঘটনার কবলে পড়েছে। এতে আহত হয়েছেন ওই ট্রাকের চালক ও তার সহকারি। পরে পুলিশ ট্রাক থেকে ৪০৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে। আহত চালক মো. ইমন (৩২) ও সহকারি মো. ফাহিমকে (১৮) আটক করেছে পুলিশ।
সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে।
তারা পুলিশি প্রহরায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। দু’জনেই ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বলুহর গ্রামের বাসিন্দা।
জীবননগর থানার পরিদর্শক (ওসি তদন্ত) ফেরদৌস ওয়াহিদ জানান, ভোর ৪টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর মোড়ে একটি ট্রাক (ঢাকামেট্রো-ট-১৮-৪১৮৬) থামিয়ে তল্লাশি শুরু করে পুলিশ। হঠাৎ ট্রাকটি দ্রুতবেগে পালিয়ে যায়। পুলিশও পিছু নেয়। পরে ঝিনাইদহের কোটচাঁদপুর বলুহর মোড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা মারে।