ডেস্ক রিপোর্ট : রাজধানীর যাত্রাবাড়িতে বিদুৎস্পৃষ্ট হয়ে নাইম ইসলাম পলক (১১) নামে এক মাদ্রাসার ছাত্রের মৃত্যু হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতের বাবা আব্দুল আজিজ পলাশ জানান, বিকালে মাদ্রাসা থেকে বাসায় এসে বাসার পাশেই ঘুড়ি উড়াতে যায় পলক। সেখানে ঘুড়ি আটকে গেলে একটি বাসার টিনের চালের ওপর ওঠে সে। পাশেই থাকা বিদ্যুতের তারে জড়িয়ে যায় সে।
ঢামেক পুলিশ ক্যাম্পের এএসআই আব্দুল খান জানান, পলকের মৃতদেহ ঢামেক মর্গে রাখা হয়েছে।
১৬৪/২/৫ দক্ষিণ যাত্রাবাড়ীর স্থায়ী বাসিন্দা তারা। দুই ভাইয়ের মধ্যে পলক ছিল বড়। স্থানীয় ইকরা ক্যাডেট মাদ্রাসার ৪র্থ শ্রেণির ছাত্র ছিল সে।