ডেস্ক রিপোর্ট : টাঙ্গাইলের মির্জাপুরে প্রাণ আরএফএলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
গত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক (পুরাতন) সংলগ্ন উপজেলা সদরের পুষ্টকামুরী গ্রামের জামাল উদ্দিনের গুদামে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে প্রায় ৪০-৪৫ লাখ টাকার মালামাল পুড়ে গেছে বলে ডিলার নীল কমল দে নদী জানিয়েছেন।
মির্জাপুর ফায়ার স্টেশনের লোকজন প্রায় দেড় ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনেন।
মির্জাপুর ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো. আরিফুল ইসলাম জানাম, সর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে তিনি ধারণা করছেন।