ডেস্ক রিপোর্ট : শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে ওলামা লীগসহ ১৩টি সংগঠন মানবন্ধনের আয়োজন করে।
বক্তারা বলেন, প্রিয়াসাহার মতো অনেকে সরকারের ভাবমূর্তি নষ্ট করতে চাইছে। দেশে বিদেশে মুসলমান ও বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। তারা জুয়া, দুর্নীতি বন্ধে প্রধানমন্ত্রীর সাথে আমৃত্যু থাকার অঙ্গী করেন। সেই সাথে রাসুলের সা. অবমাননার শাস্তি মৃত্যুদণ্ড করার এবং পাঠ্যপুস্তকে রাসুলের সা. জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানান।
বক্তারা বলেন, ইসলামবিদ্বেষী ও নাস্তিকরা ব্লগে তীব্র ইসলামবিদ্বেষ ছড়াচ্ছে। অথচ পুলিশ, র্যাব, বিটিআরসি তাদের বিরুদ্ধে কোনো মামলা দেয়নি, কোনো ব্যবস্থাও নেয়নি।
ওলামা লীগ নেতৃবৃন্দ ভ্যাকসিন হিরোসহ মোট ৪০টি আন্তর্জাতিক পুরস্কারের ভূষিত বিশ্বের শীর্ষ নেতৃত্বের তালিকায় দ্বিতীয় স্থান অধিকারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যাসিনো ও জুয়া এবং দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করায় আন্তরিক অভিনন্দন জানান।
মানববন্ধনে বক্তব্য দেন,ওলামা লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্জ মাওলানা মুহম্মদ আখতার হুসাইন বুখারী,সাধারণ সম্পাদক আলহাজ্জ কাজী মাওলানা মুহম্মদ আবুল হাসান শেখ শরীয়তপুরী, সম্মিলিত ইসলামী গবেষণা পরিষদের সভাপতি- আলহাজ্জ হাফেজ মাওলানা মুহম্মদ আব্দুস সাত্তার, সহ সভাপতি- মাওলানা মুহম্মদ শোয়েব আহমেদ গোপালগঞ্জী, সাংগঠনিক সম্পাদক- হাফেজ মাওলানা মুহাম্মদ আব্দুল জলিল, মাওলানা মুহম্মদ শওকত আলী শেখ ছিলিমপুরী, দপ্তর সম্পাদক- বাংলাদেশ আওয়ামী ওলামা লীগ, লায়ন আলহাজ্জ মাওলানা মুহম্মদ আবু বকর সিদ্দিক প্রমুখ।