ডেস্ক রিপোর্ট : প্রজনন মৌসুমে আগামী ৩০শে অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞার এই সময়টাতে ইলিশ শিকারী দেশের জেলেরা বেকার সময় কাটালেও বসে নেই ভারতীয় জেলেরা।
দেশের জেলেদের অভিযোগ, প্রতিদিনই শত শত ভারতীয় ট্রলার বাংলাদেশের সমুদ্রসীমায় প্রবেশ করে ইলিশ শিকার করে নিয়ে যাচ্ছে।
একই অভিযোগ ট্রলার মালিক সমিতিরও। মৎস্য বিভাগের দাবি, প্রজনন মৌসুমের নিষেধাজ্ঞার সময়ে কেউ যাতে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে সতর্ক তারা।