ডেস্ক রিপোর্ট : ভোলায় লালমোহন উপজেলার ডাওরী বাজারে একাধিক মামলার আসামি হাসান শত শত মানুষ ও দুই মেয়ের সামনে উলঙ্গ করে মোটরশ্রমিক জসিমকে নির্যাতন করেছে।
রবিবার (২৭ অক্টোবর) রাত থেকে নির্যাতনের একটি ভিডিও ভাইরাল হয়েছে।
ভিডিওটিতে দেখা যায়, জসিমকে তার দুই শিশু সন্তানের সামনে সন্ত্রাসী আখ্যা দিয়ে হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্মমভাবে নির্যাতন করছে বিভিন্ন মামলার আসামি হাসান।
এ বিষয়ে লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির গণমাধ্যমকে জানান, বছর খানেক আগে জসিমকে হাসান বাজারে পিটিয়েছিল। তখন তারা ভয়ে কেউ কিছু বলেনি। মামলাও দেয়নি। হাসানকে অন্য মামলায় সম্প্রতি গ্রেপ্তার করার পর ভিডিওটি ভাইরাল হয়। কন্যাদের সামনে কেন বাবাকে পেটানো হলো তা আমরা খতিয়ে দেখব।