ডেস্ক রিপোর্ট : ভোলার বোরহানউদ্দিন উপজেলার কাচিয়া ইউনিয়নের হিন্দু যুবক বিপ্লব চন্দ্র শুভ তার ফেইসবুক মেসেঞ্জারে রাসূল (সা:) ও ফাতেমা (রা) কে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করার প্রতিবাদে গত ২০ অক্টোবর সর্বস্তরের তৌহিদী জনতার ব্যানারে শান্তিপূর্ণ সমাবেশে পুলিশের নির্বিচারের গুলিতে ৪জন নিহত ও প্রায় দুই শতাধিক মুসল্লি আহত হন।
গতকাল ১৯ নভেম্বর মঙ্গলবারে ইসলামী আন্দোলন বাংলাদেশ- এর কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক মুফতী দেলোয়ার হোসেন সাকীর নেতৃত্বে ইসলামী আন্দোলনের প্রতিনিধি দল বোরহানউদ্দিনের ঘটনা স্থানে গিয়ে শহীদদের কবর জিয়ারত করে এবং শহীদ পরিবারদের মাঝে ও আহতদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভোলা জেলা উত্তর শাখার সহ-সভাপতি ও মুসলিম ঐক্য পরিষদের মুখপাত্র মাওলানা মিজানুর রহমান, জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি আব্দুল মমিন, প্রশিক্ষণ সম্পাদক হাফেজ মাওলানা রাশেদুল ইসলাম, বোরহানউদ্দিনের ক্ষতিগ্রস্থ মসজিদের খতিব মাওলানা জালাল আহমদ, বোরহানউদ্দিন কেন্দ্রীয় মসজিদের খতিব মাওলানা মিজানুর রহমান, বোরহানউদ্দিন উপজেলা সভাপতি মাওলানা ইদ্রিসসহ ও স্থানীয় নেতৃবৃন্দ।