ডেস্ক রিপোর্ট : সৌদি আরবের বিশিষ্ট ধর্মীয় স্কলার ও প্রখ্যাত দাঈ শায়েখ আওজ কারনীকে ভুল ওষুধে হত্যার চেষ্টা করা হয়েছে।
মুনতাদিল উলামা, জাজিরাতুল উম্মাসহ আরো কয়েকটি আরবি নিউজ পোর্টালের বরাতে জানা যায়, ভুল ওষুধ প্রয়োগের কারণে তার স্বাস্থের অবনতি হওয়ায় তাকে আবারো হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে শায়েখ আওজ কারনীর বিরুদ্ধে করা রাষ্ট্র পক্ষের মামলার রায় গত বুধবার হওয়ার কথা থাকলেও তার অসুস্থতার কারণে তা পিছিয়ে দিয়েছে দেশটির আদালত।
আলোচিত টুইটার একাউন্ট ‘মু’তাকিলির রায়’ এর এক পোষ্ট থেকে আরো জানা যায়, অনেক দিন ধরে তাকে ভুল ওষুধ দেয়া হচ্ছিল। যেনো তার মৃত্যু হয়। বিষয়টি বুঝতে পেরে তার উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এর আগে রিয়াদের বিশেষায়িত একটি আদালত শায়েখ ড. আয়েয কারনীর মামলার রায় নভেম্বরে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।