ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ এর তত্ত্বাবধানে ৩৫তম আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলন আজ ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (বৃহস্পতি ও শুক্রবার) দু’দিনব্যাপী অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম নগরীর জমিয়তুল ফালাহ মসজিদ ময়দানে বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ২টা হতে এ আয়োজন শুরু হওয়ার কথা রয়েছে।
সম্মেলনে বয়ান করবেন, ভারতের বিশ্ববিখ্যাত দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতী আবুল কাশেম নোমানি,জামেয়া কাসেমীয়া মুরাদাবাদের মুহতামিম মাওলানা সাইয়্যেদ আসহাদ রশীদি,দারুল উলুম দেওবন্দের সিনিয়র মুহাদ্দিস মাওলানা সাইয়্যেদ আরশাদ মাদানী, দেওবন্দের মুহাদ্দিস মাওলানা নিয়ামতুল্লাহ,মাওলানা হাবিবুর রহমান আজমী ভারত ও জমিয়তে হিন্দের সেক্রেটারি জেনারেল মাওলানা সাইয়্যেদ মাহমুদ মাদানী।
এ ছাড়া ও সম্মেলনে দেশ-বিদেশের আরো ওলামায়ে কেরাম ও ইসলামী স্করারগণ বয়ান করারও কথা রয়েছে।
ইসলামী সম্মেলন সংস্থা বাংলাদেশ’র সভাপতি মুফতী আবদুল হালিম বোখারি ও সেক্রেটারি জেনারেল মুফতি আরশাদ রহমানি সর্বস্তরের জনগণকে ঈমানী দায়িত্ব থেকে সম্মেলনে অংশ নেওয়ার জন্য আহবান জানান।