এইচ এম শাহাবউদ্দিন তাওহীদ, উখিয়া।
ইসলামী সম্মেলন সংস্হা বাংলাদেশ এর তত্ত্বাবধানে কক্সবাজার কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ২দিন ব্যাপী ৩৫তম আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন-২০
আগামীকাল ১৫ ফেব্রুয়ারী ২০২০ ইং হতে শুরু হবে
উক্ত ইসলামী মহাসম্মেলনে তাশরিফ আনবেন,
শায়খুল ইসলাম আল্লামা সৈয়দ হোছাইন আহমদ মাদানী (রহঃ) এর নাতী
★আল্লামা সৈয়দ আশহাদ মাদানী (দা:বা:)
জামিয়া কাসেমিয়া শাহী মুরাদাবাদ ভারত।
হাকিমুল উম্মাহ
আল্লামা শাহ্ মুফতী আব্দুল হালিম বোখারী ( দা:বা:)
প্রধান পরিচালক, আল-জামিয়া আল-ইসলামিয়া পটিয়া চট্টগ্রাম ও সভাপতি ইসলামী সম্মেলন সংস্হা বাংলাদেশ।
আল্লামা শাহ্ মোহাম্মদ তৈয়ব (দা:বা:)
মুহতামিম, জামিয়া ইসলামিয়া জিরি চট্টগ্রাম।
আল্লামা জুনাঈদ আল হাবীব সাহেব, ঢাকা
আল্লামা আব্দুল বাসেত খাঁন সিরাজী, সিরাজগঞ্জ।
ফকীহুল মিল্লাত আল্লামা মুফতী আব্দুর রহমান ( রহ:) সাহেবজাদা
আল্লামা মুফতী আরশাদ রহমানী ( হাফিজাহুল্লাহ )
মহাপরিচালক, ইসলামি রিসার্চ সেন্টার বসূন্ধরা ঢাকা ও সেক্রেটারি ইসলামী সম্মেলন সংস্হা বাংলাদেশ।
আল্লামা খোরশেদ আলম কাসেমী -ঢাকা
এছাড়া আরো দেশ বিদেশের শীর্ষ ওলামা মাশায়েখ তাশরিফ আনবেন।