ডেস্ক রিপোর্ট : করোনা আতঙ্কে ভুগছে পুরো বিশ্ব। ক্রীড়াক্ষেত্রেও এর প্রভাব পড়েছে ব্যাপকভাবে। ইউরোপের শীর্ষ পাঁচ ফুটবল লিগ আপাতত মাঠে গড়াচ্ছে না। এসবের মাঝে ক্রিস্টিয়ানো রোনালদোর পর এবার নিজ বাড়িতে স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকার সিদ্ধান্ত নিয়েছেন বার্সেলোনা অধিনায়ক লিওনেল মেসি।
শুধু মেসি একা নন, পুরো বার্সেলোনা স্কোয়াডই এখন কোয়ারেন্টাইনে আছে।