ডেস্ক রিপোর্ট : করোনা ভাইরাসে যখন বিশ্ববাসী আতঙ্কিত। যেখানে বিভিন্ন এলাকা লক ডাউন ঘোষণা করা হয়েছে সে মুহুর্তে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনও বন্ধ ঘোষণা করা উচিত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা অধ্যক্ষ ইউনুছ আহমাদ।
আজ শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন বন্ধ ঘোষণা করে পরিস্থিতি অবজারভেশন করা হোক এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চসিক নির্বাচনের তারিখ ঘোষণা করাই হবে যুক্তি যুক্ত। মানুষ এমনিতেই আতঙ্কিত। ঘর থেকে বের হচ্ছে না। এমতাবস্থায় চসিক নির্বাচন বহাল রাখা হবে চরম খারাপ দৃষ্টান্ত।
তিনি আরও বলেন, করোনার কারণে স্কুল-কলেজসহ জন সমাগম বন্ধ ঘোষণা করা হয়েছে। নির্বাচনের দিন নির্বাচনে মানুষ এসে লাইনে দাড়িয়ে ভোট দিবে, এ যেন সরকারের একমুখে দু’ধরণের কথা। এটা হতে পারে না। অবিলম্বে চসিক নির্বাচন বন্ধ ঘোষণা করে পরবর্তি তারিখ ঘোষণা করতে হবে। অন্যথায় ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচন প্রত্যাখান করবে।