ডেস্ক রিপোর্ট : উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম চিকিৎসকদের পাশে দাঁড়ালেন। নিজের জেলা বগুড়ার ডাক্তারদের সেবায় এগিয়ে এসেছেন তিনি। বগুড়ার স্বাস্থ্যকর্মীদের ২০০টি করে পিপিই, মাস্ক ও হ্যান্ড গ্লাভস দিয়েছেন মুশফিক। তার পরিবারিক সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
মুশফিকুর রহিমের বাবা মাহবুব হাবিব (তারা) কাল যুগান্তরকে বলেন, ‘মুশফিক সব কথা সবার সামনে বলতে চায় না। আমাকেও এ ব্যাপারে বলেনি কিছু। বগুড়া থেকে আমাকে চিকিৎসক মিশু (ডা. সামির হোসেন) ফোন দিয়েছিলেন। তিনি বললেন, মুশফিক ২০০টি করে পিপিই, মাস্ক এবং আরও কি যেন দিয়েছে।’
তিনি বলেন, ‘এলাকার কাউন্সিলরের মাধ্যমে মুশফিক কিছু অর্থ সহায়তাও দিয়েছে অসহায় মানুষের কথা চিন্তা করে।’
এর আগে, ভক্তদের বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে এক ভিডিও বার্তায় মুশফিক বলেন, ‘আমি যতটুকু পারছি সাহায্য করছি। আপনারাও এগিয়ে আসবেন। এ সময়ে শুধু নিজের কথা নয়, সবার কথা চিন্তা করবেন। আপনার প্রতিবেশী, দেশের কথা, এমনটা আশা করছি।’